মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিমংখালী এলাকায় কেউড়া বাগানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ১৩ বছর বয়সী মোহাম্মদ সোহেল ও ১৫ বছর বয়সী ওবাইদ উল্লাহ। স্থানীয়রা জানান, তারা সকালে খড়ি কুড়াতে গিয়েছিল। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ছোড়া গুলি বাংলাদেশে চলে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে।
সোহেলের মামা ইসমাইল বলেন, “একজনের পা ও বুকে, অন্যজনের বুকে গুলি লাগে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।”
র্যাব ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, “সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বিজিবি টহল জোরদার করেছে।”
এর আগে ১১ জানুয়ারি একই এলাকায় হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয় এবং পরের দিন স্থলমাইন বিস্ফোরণে আবু হানিফের পা বিচ্ছিন্ন হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন ও মর্টার শেল বিস্ফোরণ থামছে না। মংডু এলাকায় সরকারি বাহিনী আরাকান আর্মির অবস্থানে হামলা চালাচ্ছে। একই সঙ্গে আরাকান আর্মি ও রোহিঙ্গাদের তিন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে স্থলসংঘর্ষও চলছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে: সেনাবাহিনী প্রধান
নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা