Tuesday, January 27th, 2026, 7:13 pm

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা

 

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের প্রধান আয়োজক ভারত, আর সহ-আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটির। তবে মাঠে গড়ানোর আগেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে মূল আয়োজক দেশ ভারত।

সম্প্রতি ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন পরিস্থিতি আয়োজন নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ার পর এশিয়ার বিভিন্ন দেশে ভারতফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে আবারও কোয়ারেন্টিন ব্যবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) সভাপতি ডা. নরেন্দ্র কুমার জানিয়েছেন, নিপাহ ভাইরাসের সংক্রমণ ১০০ থেকে ২০০ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। যেহেতু এই ভাইরাসের কোনো কার্যকর ভ্যাকসিন নেই, তাই কোভিড-১৯-এর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নিপাহ একটি বাদুড়বাহিত মারাত্মক ভাইরাস, যার সংক্রমণে মৃত্যুহার অত্যন্ত বেশি। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে এই ভাইরাসে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে ভারতে যদি নিপাহ ভাইরাস মহামারির রূপ নেয়, তাহলে নির্ধারিত সময় অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না—সে প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে।

এনএনবাংলা/পিএইচ