গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগের পর বিএনপি উন্নয়নমূলক কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনার শাসনামলে বিএনপি কোনো কাজ করার সুযোগ পায়নি, তবে তার দেশ ছাড়ার পর থেকেই উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আগে যেখানে মানুষের আয় ছিল ১০০ টাকা, এখন ২০০ টাকা আয় করতে পারাকেই উন্নয়ন বলা হচ্ছে। প্রকৃত উন্নয়ন হবে তখনই, যখন কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষির উন্নতি হলে দেশের সামগ্রিক উন্নতিও নিশ্চিত হবে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
আগামী নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “সামনের ভোটে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আমরা আবারও ভুল করব। বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। টানা ১৮ বছর তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। যেদিন তিনি প্রথম দেশে আসেন, সেদিন মানুষের ঢল নেমেছিল।”
দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “প্রথম দিন মঞ্চে উঠে তারেক রহমান বলেছিলেন—তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা মূলত উন্নয়নকেন্দ্রিক। আমাদের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে ন্যায্যমূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা।”
জামায়াতে ইসলামীর উদ্দেশে কঠোর বক্তব্য রেখে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ভয়াবহ নির্যাতন চালিয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা জানি, কারা তখন পাকবাহিনীকে সহযোগিতা করেছিল। ভোট চাইবার আগে তাদের ১৯৭১ সালের ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথ ও ইইউর বড় দল
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট
ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন