বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষণা দেন, “১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।”
এর আগে দুপুরে তিনি হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত করেন এবং পরে জনসভা মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেন।
তারেক রহমান বলেন, “গত কয়েক বছর আমরা নিশি-রাতের ভোট এবং ইমি-ডামি দেখেছি। এখন আরও একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণকে ১২ তারিখ সজাগ থাকতে হবে। যদি দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, আইন অনুযায়ী বিচার হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন। সেই দিন থেকে শুরু হবে মানুষের জন্য কাজ।”
তিনি আরও বলেন, “রাজশাহীতে আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ হয় না। পদ্মা নদীর পানি নেই। বিএনপি বিজয়ী হলে খাল খনন, পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। এতে দেশের উৎপাদন বাড়বে এবং কৃষকের ভাগ্যের উন্নতি হবে।”
জনসভায় তিনি বলেন, “এ এলাকায় অনেক আম বাগান আছে, কিন্তু হিমাগার নেই। আমরা হিমাগার নির্মাণ করতে চাই। আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি করব। ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সবাইকে দক্ষ করে তুলব, যাতে তারা বিদেশে গিয়ে কর্মসংস্থান অর্জন করতে পারে।”
তারেক রহমান আরও জানান, “দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এতে প্রতিটি পরিবার কিছু সহযোগিতা পাবে।”
বিদেশে চিকিৎসার জন্য অর্থ ব্যয় কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “বিশেষায়িত হাসপাতাল তৈরি করতে চাই, যাতে দেশের মানুষ উন্নত চিকিৎসা দেশেই পায়।”
তিনি দলের প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “১২ তারিখ পর্যন্ত আপনারা তাদের পর্যবেক্ষণ করবেন। ১৩ তারিখ থেকে তারা আপনারা দেখবেন এবং কাজ করবেন।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
১ ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত স্থগিত
দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথ ও ইইউর বড় দল