চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা হাইকোর্টের রুল খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে, চুক্তি বাস্তবায়নে আর কোনো আইনি বাধা থাকল না।
বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে, গত ৪ ডিসেম্বর হাইকোর্টে দ্বিধাভাজন রায় আসে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন, তবে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে প্রক্রিয়াকে বৈধ বলে মন্তব্য করেন। পরে প্রধান বিচারপতি বিষয়টি চূড়ান্ত করার জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের হাতে চুক্তি দেওয়ার প্রক্রিয়া নিয়ে মূল রিটটি দায়ের করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।
রিটে দাবি করা হয়েছিল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব যেকোনো অপারেটরের হাতে দেওয়ার আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং বা দরপত্র আহ্বান করা উচিত। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যার মধ্যে ২৬ এপ্রিলের একটি জাতীয় দৈনিক প্রতিবেদন উল্লেখযোগ্য ছিল।
হাইকোর্টের এই রায়ের ফলে, চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তি আইনি বাধা ছাড়া এগোতে পারবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
১ ফেব্রুয়ারি থেকে টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত স্থগিত
দুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজ
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথ ও ইইউর বড় দল