রংপুর ব্যুরো:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় আগামীকাল শুক্রবার রংপুরে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্বাচনী জনসভার জন্য তৈরী করা হচ্ছে মঞ্চ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায় শুরু হয়েছে মঞ্চ তৈরীর কাজ। এই নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য মঞ্চ সজ্জা কমিটির সদস্যরা সকাল থেকেই মঞ্চ তৈরীর সরঞ্জাম নিয়ে এসেছেন মাঠে। মাত্র একদিনের ব্যবধানে সকল কাজ শেষ করতে হবে। তাই দম ফেলার সুযোগ নেই তাদের। নির্বাচনী জনসভার মাঠকে ঘিরে কয়েককিলোমিটার জুড়ে মাইক টাঙ্গানো হচ্ছে।
এদিকে মাঠের ও নির্বাচনী জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টীম কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের পোশাকের পাশাপাশি সাদা পোশাকে বাড়ানো হয়েছে নজরদারী।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্যাররা মাঠ পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খা পরিস্থিতি বিষয়ে কাজ করছে পুলিশ।
দলীয় সু্ত্ের জানা যায়, ৩০ জানুয়ারী শুক্রবার বিকেল পৌনে ৪ টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বিকেল সাড়ে ৪ টায় রংপুর নগরীর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগদিবেন তিনি। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং নাজ গার্ডেনে তিনি রাত্রীযাপন করবেন।
অন্যদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। তারেক রহমানের আগমণ ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
এ বিষয়ে রংপুর জেলা বিএনপির আহবায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে তিনি রংপুরের নির্বাচনী জনসভায় যোগদিবেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। দলীয় নেতাকর্মীসহ রংপুরের মানুষ উৎগ্রীব হয়ে আছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তার সফর বিএনপির প্রার্থীদের জন্য বাড়তি পাওয়া বলে জানান তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে রংপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার আব্দুল মজিদ আলী জানিয়েছেন।তিনি বলেন, “সমাবেশ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটতে পারে সেদিকে আমাদের নজর আছে এবং ট্রাফিক ব্যবস্থাও ভালো আছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

আরও পড়ুন
বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক উন্নত দেশ গড়তে আসুন যুবকদের সাথে নিয়ে দূর্নীতি মুক্ত সমাজ গড়ি-এটিএম আজাহারুল ইসলাম
রংপুর সদর -৩ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার অঙ্গীকার দুগ্ধ খামারিদের
মুরাদনগরে একটি চাদাবাজ দলকে লাল কার্ড দেখাতে হবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া