Thursday, January 29th, 2026, 8:36 pm

‘এয়ার ফোর্স ওয়ান’ সিনেমা ৮ বার দেখেছেন তারেক রহমান

 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন গত বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ‘Bangladesh’s Prodigal Son’ বা ‘বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান’ আখ্যা দিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তারেকের রাজনৈতিক দর্শন, ব্যক্তিগত শখ এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো তুলে ধরা হয়েছে।

সাক্ষাৎকারের এক পর্যায়ে এই রাজনীতিক তার পছন্দের একটি হলিউড সিনেমার উক্তি ব্যবহার করেন। আরও জানান যে, তিনি এই ছবিটি মোট ৮ বার দেখেছেন। তার প্রিয় সিনেমাটি হলো ‘এয়ার ফোর্স ওয়ান’। তারেক বলেন, ‘আমি সম্ভবত এটি আটবার দেখেছি!’

প্রতিবেদনে তারেককে মৃদুভাষী ও অন্তর্মুখী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। লন্ডনে থাকাকালীন তার প্রিয় বিনোদন ছিল রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, চিন্তায় ডুবে থাকা এবং ইতিহাসের বই পড়া।

টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমানকে একজন নীতিনির্ধারক হিসেবে দেখা হয়, যিনি যেকোনো বিষয়ে তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহ করতে পারেন।

নির্বাচনে জয়ী হলে তিনি ২,০০০ মাইল খাল খনন করতে চান, জলস্তর পূরণ করতে। ভূমির অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ লাগাতে এবং ধোঁয়ায় রাজধানী ঢাকাবাসীকে শ্বাস নিতে সাহায্য করার জন্য ৫০টি নতুন সবুজ উদ্যান গড়ে তোলার পরিকল্পনার রয়েছে তার।

সাক্ষাৎকারে তারেক রহমান আরেকটি সিনেমার উক্তি ব্যবহার করেছেন। ‘স্পাইডার-ম্যান’ থেকে তিনি উল্লেখ করেছেন: “মহান শক্তির সঙ্গে মহান দায়িত্ব আসে।”

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে উঠে এসেছে, নির্বাসনকালীন সময়ের চিন্তাশীল ব্যক্তিত্ব এবং তথ্যভিত্তিক পরিকল্পনা তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে বিশেষভাবে প্রতিভাধর ও নতুন দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতা হিসেবে পরিচিত করেছে।

এনএনবাংলা/