শাটডাউনের পথে চট্টগ্রাম বন্দর। হাইকোর্টের রায়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এনসিটি চুক্তি বাধাহীন ঘোষণার পর বন্দরের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করেছেন। তারা ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার (৮টা থেকে বিকেল ৪টা) চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। রোববারও বন্দরের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম স্থগিত থাকবে।
শ্রমিক নেতারা জানান, শাটডাউন কর্মসূচির আওতায় পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং, জাহাজ থেকে পণ্য খালাসসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। তাদের দাবির মধ্যে রয়েছে বর্তমান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে অপসারণ, বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা করে বাতিল করা, এবং জাতীয় সম্পদ হিসেবে বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা।
এর আগে হাইকোর্টের একক বেঞ্চ রুল ডিসচার্জ করে রিট খারিজ করেছেন। বিচারপতি জাফর আহমেদের বেঞ্চের রায়ে বলা হয়েছে, দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের সমঝোতা স্মারক আইনসঙ্গত। রিট আবেদনকারীর আইনজীবী জানান, রিট খারিজের সংখ্যাগরিষ্ঠ রায়ের স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
৮ ফেব্রুয়ারি পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না, জানালো ইসি
টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
গানবাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, আয়কর নথি জব্দের নির্দেশ