ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কজনিত ধাক্কা সামলে ওঠার পাশাপাশি ইউরোপের পোশাকবাজারে বাংলাদেশকে টেক্কা দেওয়ার লক্ষ্য নিয়েছে ভারত। নতুন এই চুক্তির ফলে ভারতীয় পণ্য ইইউভুক্ত ২৭ দেশের বাজারে বিশেষ সুবিধায় প্রবেশ করতে পারবে।
চুক্তির আওতায় ভারতীয় পোশাকপণ্যের ওপর ইউরোপের বিদ্যমান প্রায় ১২ শতাংশ শুল্ক শূন্যে নেমে আসবে। পাশাপাশি চামড়াজাত পণ্য, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গয়নার মতো বিভিন্ন ভারতীয় পণ্যের ক্ষেত্রেও শুল্ক কমবে বা শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে।
প্রায় দুই দশকের আলোচনার পর গত মঙ্গলবার এই বাণিজ্য চুক্তি সইয়ের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
ইউরোপীয় কাউন্সিল, ইউরোপীয় পার্লামেন্ট এবং ভারতের সংসদের অনুমোদন সাপেক্ষে চুক্তিটি ২০২৭ সালে কার্যকর হওয়ার কথা রয়েছে।
ভারতের জি নিউজ এক প্রতিবেদনে বলেছে, এই চুক্তির ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির বড় অংশ নিজেদের দখলে নেওয়ার আশা করছে দিল্লি।
১৯৭৫ সাল থেকে ইইউর এলডিসি বাণিজ্য সুবিধার আওতায় অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেয়ে বাংলাদেশ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারীতে পরিণত হয়েছে। ডেনিম, ট্রাউজার ও টি-শার্টের মতো কয়েকটি পণ্যে বাংলাদেশ চীনকেও ছাড়িয়ে গেছে।
ইইউতে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের তালিকায় চীনের পরই বাংলাদেশের অবস্থান। এরপর রয়েছে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৫০ শতাংশের বেশি গেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে, যার পরিমাণ ১ হাজার ৯৭১ কোটি ডলার।
ইইউর সঙ্গে চুক্তির পর ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, খুব দ্রুতই ইউরোপে ভারতের টেক্সটাইল রপ্তানি ৭ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩০–৪০ বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, “সব সময় প্রশ্ন করা হত, বাংলাদেশ কীভাবে ইউরোপে এত বেশি রপ্তানি করে। তারা শুল্কমুক্ত সুবিধা পেত এবং ৩০ বিলিয়ন ডলারের বাজার দখল করেছিল।”
জি নিউজের মতে, ইইউর বাজারে ভারতীয় পোশাক রপ্তানি বাড়লে প্রতিযোগিতামূলক দাম ও পণ্যের মানের কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের ওপর চাপ তৈরি হতে পারে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ
১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান
ইনোভেশন কনসাল্টিং এর জরিপ: তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ