রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা রাত ৭টা ৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সংবাদটিকে নিশ্চিত করে জানান, খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে, রাত ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
তিনি আরও জানান, রাত ৭টা ৫৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন লাগার কারণ তদন্ত করছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ
১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান
ইনোভেশন কনসাল্টিং এর জরিপ: তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ