হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ধান বাংলাদেশের প্রাণ। এই নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়। এ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।দেশের সিংহ ভাগ মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, ইনশাআল্লাহ জনগণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসীন করবে। এ সময়ে হালুয়াঘাট-ধোবাউড়া আসনে ধানের শীষের এমপি নির্বাচিত হলে ব্যাটে বলে মিলিয়ে ছক্কা মেরে এই জনপদের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।
আজ দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণ সংযোগ , পথ সভা ও ওঠান বৈঠকে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে এসব কথা বলেন।
তিনি বলেন ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছ্ন্দ করেন না। জনগণও বিশ্বাস করে না। যারা বিএনপির পরিচয়ে পরিচিত হয়ে দলের হাই কমান্ডের কাছে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জনগণ ও জাতীয়তাবাদী শক্তিকে বিভ্রান্ত করছে , তারা রাজনীতিকে ব্যাবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। দলের প্রতি এদের কোনো আনুগত্য বা ভালোবাসা নাই। এরা সেমাই চিনি দিয়ে জনগণকে কিনতে চায়। জনগণ সেমাই চিনি নয় , রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট, কল কারখানা, কর্মসংস্থান ও নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়। একমাত্র ধানের শীষে ভোট দিলেই এগুলো সম্ভব।
জনগণের প্রতি তিনি গারো পাহাড়ের পাদদেশের
মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে ধানের শীষে ভোট দেয়ার আহ্ববান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট মানেই উন্নয়ন, ধানের শীষে ভোট মানেই ন্যায়বিচার ও জনগণের শাসন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নয়ন ও স্বনির্ভরতার রাজনীতি শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা বাস্তব রূপ দিয়েছিলেন। আজ তারেক রহমানের সাহসী ও যুগান্তকারী পরিকল্পনার মধ্য দিয়েই হালুয়াঘাট-ধোবাউড়াসহ সারাদেশে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বাস্তব পরিবর্তন আসবে।
নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এসব কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক আরফান আলী.আবদুল হাই, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, শফিকুর রহমান, বিএনপি নেতা অধ্যাপক মেহবুবুর রহমান মুকুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান, যুগলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বিএনপি নেতা আবুল কাশেম, প্রভাষক মাসুম বিল্লাহ সারোয়ার হোসেন, আমতৈল ইউনিয়ন বিএনপির আহবায়ক পড়ান আলী কাঞ্চু, সদস্য সচিব গোলাম মোস্তফা প্রমুখ।

আরও পড়ুন
বোরহানউদ্দিন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
একটা সময় হিন্দু-মুসলমান বিভেদ সৃষ্টি করা হয়েছে আমাদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে পুতুল
জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের এমপি প্রার্থীগণ