নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই দৃঢ় হচ্ছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’–এর তৃতীয় রাউন্ডে দেখা গেছে, এখন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ মনে করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন।
জরিপের ফলাফলে দেখা গেছে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু ভোটারও বিএনপির দিকে ঝুঁকেছেন। আগের আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ৩২ দশমিক ৯ শতাংশ ভোটার এখন বিএনপির দিকে ঘুরছেন, ১৩ দশমিক ২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন, আর ৪১ দশমিক ৩ শতাংশ এখনও সিদ্ধান্তহীন।
বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় পরিচালিত জরিপে জানুয়ারি ১৬ থেকে ২৭ পর্যন্ত দেশের ৬৪ জেলা থেকে ৫,১৪৭টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ভোটার উপস্থিতি, আইনশৃঙ্খলা, নিরপেক্ষ নির্বাচন, ভোটের সিদ্ধান্ত ও দলীয় পছন্দ—এই ছয় বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে।
এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ীর বিষয়ে জরিপে বলা হয়েছে, যদি আগামীকাল নির্বাচন হয়, তাহলে ৫২ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বিএনপি প্রার্থী জিততে পারেন বলে মনে করছেন। জামায়াত ও তাদের জোট ৩১ শতাংশ ভোট পেতে পারে, আর ১৩ দশমিক ২ শতাংশ সিদ্ধান্ত প্রকাশ করেননি।
গণভোট সম্পর্কেও জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মানুষ সংবিধানের মৌলিক সংস্কারে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দেবেন, ২২ শতাংশ মানুষ এখনও নিশ্চিত নন।
পেপসের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরা ও খালেদা জিয়ার মৃত্যুর পর অনেক অনির্ধারিত ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। বিএনপির সম্ভাব্য ভোটের ২৬ দশমিক ৬ শতাংশ এসেছে পূর্বে সিদ্ধান্তহীন বা অনির্ধারিত ভোটারদের মধ্য থেকে।
এনএনবাংলা/

আরও পড়ুন
দুবাইয়ের গালফুডে বাংলাদেশ পেল ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ
১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান
এবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার