Friday, January 30th, 2026, 10:28 pm

নড়াইলে জনতার কাঠগড়ায় প্রাার্থীরা

নড়াইল প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল—২ আসনের প্রার্থীরা সরাসরি এসে দাঁড়ালেন জনতার কাঠগড়ায়। ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’—এ স্লোগানকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন)—এর আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইল চৌরাস্তার মুক্তমঞ্চে প্রার্থীদের নিয়ে একমঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘জনগণের মুখোমুখি’ নামক অনুষ্ঠান। দুপুরে শুরু হওয়া এই নাগরিক সংলাপে জনতার প্রশ্নের মুখে পড়েন প্রার্থীরা। দুর্নীতি দমন, এলাকার প্রধান ৫টি উন্নয়ন কাজ চিহ্নিত করা এবং নির্বাচিত হওয়ার পর জনগণের কাছে জবাবদিহিতার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন উপস্থিত জনতা। সংসদ সদস্য সরাসরি প্রকল্প বাস্তবায়ন করবেন নাকি তদারকি করবেন, এমন প্রশ্নেও প্রার্থীরা তাঁদের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ব্যক্ত করেন। স্বাস্থ্যসেবা, নারী নির্যাতন প্রতিরোধ এবং বেকারত্ব দূরীকরণে প্রার্থীদের ব্যক্তিগত ভিশন জানতে চান জনগণ।

নড়াইল থেকে প্রকাশিত সাপ্তাহিক নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় সুজন এর নড়াইল জেলা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মল্লিকের সভাপতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবু। সুজন—এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু এসময় উপস্থিত ছিলেন।

নড়াইল—২ আসনের ৭ জন প্রার্থী সংলাপে উপস্থিত ছিলেন। এরা হলেন— এ জেড এম ফরিদুজ্জামান (ধানের শীষ), মো. আতাউর রহমান (দাঁড়িপাল্লা) খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল), মো. তাজুল ইসলাম (হাতপাখা) মো. মনিরুল ইসলাম (কলস) বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র,  মো. শোয়েব আলী (ছড়ি), মোছা. ফরিদা ইয়াসমিন (জাহাজ) স্বতন্ত্র। তবে সংলাপে ছিলেন না আলেচিত প্রার্থী গণঅধিকার পরিষদের মো. নূর ইসলাম (ট্রাক)।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রার্থীরা জনতার উদ্দেশ্যে এক মিনিট করে সমাপনী বক্তব্য দেন এবং ভবিষ্যতে সততার সাথে দায়িত্ব পালনের জন্য সুজন কর্তৃক নির্ধারিত শপথ বাক্য পাঠ করেন।
অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই আয়োজন। প্রার্থীদের সরাসরি জনগণের মুখোমুখি করার মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই মূল লক্ষ্য বলে আয়োজকেরা জানান।