বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফুড ২০২৬-এ বাংলাদেশ ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ এবং ১০.৫ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য নিশ্চিত করেছে। এবারে মেলায় অংশ নেয় বাংলাদেশের মোট ৩৪টি প্রতিষ্ঠান। তাদের অংশগ্রহণ দেশের খাদ্যপণ্য রপ্তানি আরও গতিশীল করবে বলে মনে করছে ইপিবি।
দুবাইয়ে মেলার ৩১তম আসর শুরু হয়েছিল ২৬ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি শেষ হয়। মেলা অনুষ্ঠিত হয় দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (DWTC) ও দুবাই এক্সিবিশন সেন্টার (DEC), এক্সপো সিটি-তে। এতে বিশ্বের ১৯০টিরও বেশি দেশ থেকে ৮,৫০০-এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদক, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক মেলা আয়োজন করা হয়। এই মেলার মাধ্যমে বাংলাদেশের খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে আরও দৃঢ়ভাবে অবস্থান করবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
১২ তারিখ ধানের শীষের সঙ্গে ‘হ্যাঁ’ ভোটও দেবেন: তারেক রহমান
ইনোভেশন কনসাল্টিং এর জরিপ: তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, মনে করেন ৪৭% মানুষ
এবার ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপত্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার