চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা অপারেশনাল কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। সকাল আটটা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বন্দরের স্থায়ী কর্মচারী ও বন্দরে নিয়োজিত বেসরকারি শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এ কর্মসূচির ডাক দেয় চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সব ধরনের প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। একই কর্মসূচির অংশ হিসেবে রোববারও আট ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সকাল আটটায় কর্মসূচি শুরু হওয়ার পর বন্দরের তিনটি টার্মিনাল—জেনারেল কার্গো বার্থ (জিসিবি), কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)—এর কার্যক্রম ব্যাহত হয়। এসব টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে প্রায় সম্পূর্ণ স্থবিরতা নেমে এসেছে। তবে এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কাজ সীমিত পরিসরে চলছে।
বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)-এর সভাপতি ফজলে একরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জেনারেল কার্গো বার্থে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর জন্য শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি। যন্ত্রপাতির অপারেটররাও কাজে যোগ দেননি। ফলে জিসিবিতে কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, কর্মসূচিতে কর্মচারী ও শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং বিকেল চারটা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ভোটার হলেন কারাবন্দি ইনু–মেনন, অনিচ্ছুক মামুন
দায়িত্বশীল আচরণের অভাবে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা পূর্ণ ব্যবহার হচ্ছে না: সৈয়দা রিজওয়ানা হাসান
কাঠমান্ডু আদালতের পূর্ণাঙ্গ রায়: ইউএস-বাংলাকে দায়সীমার বাইরে ক্ষতিপূরণ দিতে হবে