Saturday, January 31st, 2026, 2:25 pm

সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে থাকবে।

ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF)। প্রয়োজন হলে এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হবে।

এছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে মোতায়েন থাকবে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ইউনিট। বিজিবি বলছে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

এনএনবাংলা/