বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মায়েদের কৃষি কার্ড এবং কৃষকদের জন্য আলাদা কৃষি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
তিনি জানান, কৃষকদের যেসব কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত রয়েছে, তা সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধের ক্ষেত্রেও বিএনপি সরকার কার্যকর উদ্যোগ নেবে।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা মূলত দেশের ক্ষতি করছে। তিনি বলেন, সবাই একসঙ্গে এগিয়ে গেলে কেউ আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না, কিন্তু ধর্মের নামে বিভাজন সৃষ্টি হলে দেশ কখনো এগোতে পারবে না।
ভোটের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জনগণের আমানত হিসেবে ভোটের যে দায়িত্ব তিনি গ্রহণ করবেন, তা কখনোই খেয়ানত করবেন না। তিনি দৃঢ় কণ্ঠে দাবি করেন, মন্ত্রী থাকাকালীন সময়ে তিনি কারো কাছ থেকে এক কাপ চাও গ্রহণ করেননি। রাজনীতিতে সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
রোববার থেকে সেন্ট মার্টিন ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের কাছে তাজা গুলির মহড়া দেওয়ার ঘোষণা ইরানের
নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম