বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তারেক রহমান শনিবার বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শহরের ছিলিমপুর এলাকায় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, “আপনারা দাবি করেন— বগুড়া বিএনপির ঘাঁটি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে প্রমাণ করে দেখান, বগুড়া সত্যিকার অর্থেই বিএনপির শক্ত ঘাঁটি। এই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনাদেরই।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং ভোটারদের বোঝাতে হবে— বিএনপি সরকার গঠন করলে আবারও আগের মতো বগুড়া ও সারাদেশের উন্নয়ন সম্ভব হবে। তিনি ছোট ছোট দলে বিভক্ত হয়ে ভোটারদের কাছে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা যেমন ম্যাডামের জন্য বিপুল ভোটে বিজয় নিশ্চিত করেছিলেন, ঠিক তেমনি আগামী নির্বাচনেও সাতটি আসনে বিএনপিকে বিজয়ী করতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং দেশের মানুষের উন্নয়নে ভূমিকা রাখব।”
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, কে এম খায়রুল বাসার, সহিদুন নবী সালাম, হামিদুল হক চৌধুরী হিরু, জিয়া অলি, মাফতুন আহমেদ রুবেল প্রমুখ।
সভায় হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ন্যায়পরায়ণ, সৎ ও সত্যবাদী। বিশ্বের মুসলমানরা তাঁকে আল্লাহর অলি হিসেবে সম্মান করতেন।”
পরে সিরাজগঞ্জ যাওয়ার পথে তারেক রহমান বগুড়া-৭ আসনের শাহজাহানপুর উপজেলার মাঝিড়ায় এক পথসভায় বক্তব্য দেন। সেখানে তিনি ওই আসনের বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ভোট চান। তিনি বলেন, “মিল্টনের মাধ্যমে আপনাদের এলাকার উন্নয়ন করা হবে। আপনাদের সঙ্গে বেশি সময় থাকতে পারছি না; কারণ অন্য জেলার মানুষের কাছেও যেতে হবে।”
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
রোববার থেকে সেন্ট মার্টিন ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের কাছে তাজা গুলির মহড়া দেওয়ার ঘোষণা ইরানের
নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : নাহিদ ইসলাম