কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে কুড়িগ্রামে গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় প্রথম দিনের কর্মশালা শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত জেলা পরিষদের হলরুমে চলে এ প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালার উদ্বোধনী প্রথম দিনে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার। কর্মশালায় দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন পিআইবির প্রশিক্ষক জিয়াউর রহমান ও সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম।
প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচন রিপোর্টিং বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচন রিপোর্টিং বিষয় চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ এবং উত্তরনের উপায় সম্পর্কে জানানো, নির্বাচনী আইন ও বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া, নির্বাচন প্রতিবেদন তৈরীর ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ বিষয়ে জানানো হয়। এ কর্মশালায় লালমনিহাট জেলার ২০ জন এবং কুড়িগ্রাম জেলার ৩০ জন গণমাধ্যমকর্মীসহ মোট ৫০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
বোরহানউদ্দিন নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
একটা সময় হিন্দু-মুসলমান বিভেদ সৃষ্টি করা হয়েছে আমাদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে পুতুল
জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের এমপি প্রার্থীগণ