বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-২ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় চৌকিদার বাড়িতে মহিলারা উঠোনে কাজ করছেন-এ কারণ দেখিয়ে ওই বাড়ির বাসিন্দারা জামায়াত প্রার্থীর কর্মীদের বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
টবগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুল হালিম বলেন, তিনি ও তাঁর দলীয় নেতাকর্মীরা ওই এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রাথী মাও. ফজলুল করিমের পক্ষে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির লোকজন তাঁদের একটি বাড়িতে ঢুকতে বাধা দেয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এতে ১০ জন আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মাকসুদুর রহমান দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নির্বাচনি পরিবেশ নিশ্চিতের দাবি জানান। তবে হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির জেষ্ঠ আহবায়ক সরোয়ার আলম
খাঁন বলেন, জামায়াতের কর্মীরা বহিরাগত লোকজন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঢুকে উস্কানিমূলক আচরণ করলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ৫ জন নেতা-কর্মী আহত হন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন। তিনি আরো বলেন, জামায়াত পায়ে পাড়া নিয়ে নির্বাচনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। তবে বিএনপি সর্বোচ্চ সংযম দেখাচ্ছে। এদিকে ভোলা-২ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের নির্বাচনি এজেন্ট আকবর হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, জামায়াত নেতা-কর্মীরা মব সৃষ্টি করে একটি ভোটার বিহীণ নির্বাচন চায়। ওই বাড়িতে ছাত্রলীগের মতো হেলমেট পড়ে আতঙ্ক সৃষ্টি করে সদ্য বিদেশ ফেরত সোহাগ নামের
এক প্রবাসীর ঘরে লুটপাট করেছে। মহিলা সহ বিএনপি কর্মীদের আহত করেছে। ওই সময় তিনি প্রশাসনের নির্লিপ্তার অভিযোগ করেন। এ বিষয়ে বক্তব্য জানতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। অভিযোগ পেলে আনগত ব্যবস্থা নেয়া হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মনোরঞ্জন বর্মণ বলেন, নির্বাচনের সবগুলো অর্গান সক্রিয়ভাবে মাঠে কাজ করছে।

আরও পড়ুন
একটা সময় হিন্দু-মুসলমান বিভেদ সৃষ্টি করা হয়েছে আমাদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে পুতুল
জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করলেন জনগনের মুখোমুখি অনুষ্ঠানে রংপুর-১ আসনের এমপি প্রার্থীগণ
কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু