January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 8:43 pm

সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে প্রাইভেট কার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ৷
২৯ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী প্রাইভেটকারের সাথে সিলেট থেকে লুবি শিম নিয়ে দরবস্ত বাজারের উদ্দ্যেশে আসা সিএনজি অটোরিক্সাটি সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে ২জন নিহত হন ৷
নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) অপরজন হলেন একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯) ৷
ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহসদ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল তৈরী করেন৷
তিনি আরও জানান হাইওয়ে পুলিশের নিকট হস্থান্তর লাশ হস্তান্তর করা হবে৷