রাজধানীর উত্তর বাড্ডার বড় বেরাইত এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরেক জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা বেগম (৫০) একই এলাকার শরীফ হোসেনের স্ত্রী এবং দুই ছেলের জননী ছিলেন।
নিহতের ছেলে জানান, তাদের জমি জোর করে দখল করার সময় তার মা বাধা দিলে সহিবুল, তার দুই ছেলে বাদশাহ ও ফয়সালসহ আরও চার-পাঁচ জন তার ওপর ধারালো অস্ত্র, লাঠি ও রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি, শনাক্ত হয়নি কেউ
শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, খুলে নিয়ে গেলো জামা-জুতাও
ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমাতঙ্ক ছড়ান মা