January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 1:12 pm

গাজীপুরে বাস উল্টে নিহত ২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কের উপর বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত কণা (২০) জেলা শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের মোস্তফা কামালের মেয়ে। সে গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছিল। এঘটনায় নিহত অপর জনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শৌখিন পরিবহন বাসটি মহাসড়কে বেপরোয়া ভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর বাসটিকে বেপরোয়া গতিতে ওভার টেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কণা ও অজ্ঞাত পথচারী নিহত হয়। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

—ইউএনবি