গুলশানে চিনিবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সা আরোহী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টায় গুলশান আমেরিকান এম্বাসির সামনে ইউট্রানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম মাহজুর রহমান রিহান (৪)। এছাড়া আহত হয়েছেন শিশুটির বাবা আব্দুর রহিম, মা শাহজাদী বেগম(২৫),ও বড় বোন রাহী (৬)।তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে।
মৃত শিশুটির কাকা আব্দুর রহমান জুয়েল জানান, শাহজাদপুরের ভাড়া বাসা থেকে সপরিবারে তারা গুলশান নতুন বাজারে কাঁচা বাজার করতে গিয়েছিলেন। সেখান থেকে ব্যাটারি চালিত রিক্সা যোগে বাসায় ফেরার পথে চিনিবাহী ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে আহত হয় তাদের একই পরিবারের দুই শিশুসহ ৪ জন।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিহানকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান মৃত শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।কন্য শিশু সহ তিনজন ঢামেকের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান,এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
গ্রামীণ মানুষকে ঋণ দিতে বিআরডিবিকে আসিফ মাহমুদের নির্দেশনা
৩ মিনিটেই যমুনা রেলসেতু পার হলো ট্রেন