ঝিনাইদহে সদর উপজেলায় সাবেক ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে আটকের সময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে র্যাব।
আটক রাকিবুল ইসলাম হিল্লোল উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে এবং আটক হিল্লোলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল