January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 4th, 2021, 7:35 pm

ইনজুরিতে বিশ্বকাপ শেষ মিলসের

অনলাইন ডেস্ক :

ডান উরুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড বাঁ-হাতি পেসার টাইমাল মিলস। তার জায়গায় বিশ্বকাপ দলে ডাকা হয়েছে আরেক বাঁ-হাতি পেসার রিস টপলির। মিলসের ইনজুরির বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, স্ক্যান রিপোর্টে মিলসের ডান ঊরুর পেশিতে ইনজুরি ধরা পড়েছে। সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে মিলসের। বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে নিতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতির প্রয়োজন। মিলসের পরিবর্তে ইংল্যান্ড বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে থাকা টপলিকে অনুমোদন দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি। গত ২৯ অক্টোবর গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় উরুর ইনজুরিতে পড়েন মিলস। এতে ৯ বল করেই মাঠ ছাড়েন এই পেসার। ১ দশমিক ৩ ওভার বল করে ১৯ রান দিয়েছিলেন তিনি। ইনজুরির পর মিলসকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছিল ইংল্যান্ড এ- ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিকেল দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন মিলস। এবারের আসরে দারুণ ফর্মে ছিলেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে তিন খেলায় ৭ উইকেট নিয়েছিলেন মিলস। ইংল্যান্ডের হয়ে ৬ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে টপলির। ৩৪ দশমিক ৬০ গড়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৬ সালে মার্চে খেলেছেন টপলি।