অনলাইন ডেস্ক :
প্রথমার্ধ শেষে স্কোর মেরিনার্স ০ : ২ বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। ক্লাব কাপ চ্যাম্পিয়ন দলটি কি তাহলে লিগের সপ্তম ম্যাচেই হোঁচট খাবে? তাও ড্র নয়, পরাজয়ের শঙ্কা! না! পয়েন্ট হারায়নি মেরিনার্স। দুই গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে অন্যতম শিরোপা প্রত্যাশী দলটি। বৃহস্পতিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১৮ মিনিটে গোল করে মেরিনার্সকে চমকে দেন বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের দ্বীন ইসলাম ইমন। তিন মিনিট পর ইমনের দ্বিতীয় গোল চিন্তার ভাঁজ ফেলে দেন মেরিনার্সের কোচ-কর্মকতাদের কপালে। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পার সে চিন্তা বেশি সময় থাকেনি। ৩২ মিনিটে হৃদয় গোল করে ব্যবধান কমান এবং ৩৭ মিনিটে সমতা আনেন শাহরুখ। এগিয়ে যেতে বেশি সময় নেয়নি মেরিনার্স। ৪১ মিনিটে ব্যবধান ৩-২ করেন মিলন হোসেন। শেষ পর্যন্ত মিলনের গোলটিই হয়ে যায় জয়সূচক। মেরিনার্স টানা সপ্তম ম্যাচ জিতে শিরোপা উদ্ধারের মিশনে এগিয়ে যায় আরেক ধাপ। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ৭-৩ গোলে হারিয়েছে ওয়ারি ক্লাবকে।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম