January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 5th, 2021, 8:37 pm

নতুন কোচ হিসেবে বার্সায় ফিরছেন জাবি

অনলাইন ডেস্ক :

শিগগিরই বার্সেলোনা তাদের নতুন কোচ হিসেবে জাভি হার্নান্দেজের নাম ঘোষণা করতে যাচ্ছে। ইতোমধ্যে কাতারি ক্লাব আল-সাদের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে বার্সা। শুক্রবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তথ্যটি জানিয়েছে আল-সাদ। ২০১৯ সাল থেকে কাতারি ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাবি। চুক্তি অনুসারে এখন আল-সাদকে রিলিজ ক্লজ দেবে বার্সেলোনা। এরপরই স্পেনের বিমান ধরবেন জাবি। বিবৃতিতে আল-সাদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল-আলি বলেন, জাবির বার্সায় ফিরে যাওয়ার ব্যাপারে রাজি হয়েছে আল-সাদ কর্মকর্তারা। একই সঙ্গে ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে যেকোনো সহযোগিতার জন্যও আমরা প্রস্তুত। আল-সাদের ইতিহাসে জাবি সবসময় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং আমরা তার সফলতা কামনা করি।