নাটোরের লালপুরে সাবেক নারী ইউনিয়েন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ির সামনে থেকে বর্তমান ইউপি সদস্য মতিউর রহমান মতির লাশ উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকার সাবেক নারী ইউপি সদস্য সাহিদা বেগমের নির্মানাধীন বাড়ির সামনে ৫নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
ওসি জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন