অনলাইন ডেস্ক :
ব্রাজিলের অন্যতম জনপ্রিয় গায়িকা ও ল্যাটিন গ্রামি জয়ী মারিলিয়া মেনডোসা শুক্রবার কনসার্টে যাওয়ার পথে বিমান দুর্ঘটনা নিহত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬ বছর।
মেনডোসার প্রেস অফিস তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, এ সময় মেনডোসা ছাড়া আরও চার জন মারা যান।
বিমানটি মেনডোসার হোমটাউন গৈনিয়া ও কারাটিংগা শহরের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। এর আগে বিকালে বিমানটির দিকে হেঁটে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেন জনপ্রিয় এই গায়িকা।
মিনাস গেরৈস স্টেট সিভিল পুলিশও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
মেনডোসার প্রায় দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবরে ব্রাজিলের সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার এক টুইট বার্তায় মেনডোসার মৃত্যু নিয়ে লেখেন, ‘আমি বিশ্বাস করতে রাজি নই।’
এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোও জনপ্রিয় এই গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পুরো জাতি সংবাদটি শোক হিসেবে নিয়েছে।’
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত