October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 6th, 2021, 8:00 pm

সোহান শঙ্কামুক্ত হলেও বিপাকে সাইফুদ্দিন

অনলাইন ডেস্ক :

পিঠের পুরনো চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। জানা গেল, ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার কারণে আসন্ন পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার। তবে শঙ্কামুক্ত নুরুল হাসান সোহান। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সাইফুদ্দিনকে ছয় সপ্তাহ পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে হবে। আর পাকিস্তান সিরিজেই খেলতে পারবেন সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন পেসার সাইফুদ্দিন। বাছাই পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ২১ রানে ২ উইকেট নেন তিনি। যা এবারের আসরে তার সেরা বোলিং ফিগার। সেদিন ব্যাট হাতেও অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৫ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম তিন ম্যাচে ভালো বোলিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে খরুচে ছিলেন সাইফুদ্দিন। লঙ্কানদের বিপক্ষে ১ উইকেট নিলেও ৩৮ রান দিয়েছিলেন তিনি। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে এক ওভারে ২২ রান দেন সাইফুদ্দিন। এদিকে সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগের দিন ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন নুরুল হাসান সোহান। ইংল্যান্ডের বিপক্ষে খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি এই উইকেটরক্ষক-ব্যাটারের। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।