Saturday, November 6th, 2021, 8:16 pm

দাগনভূঞায় সমবায় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফেনী:
দাগনভূঞায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ দাগনভূঞার আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহীন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুবায়েত বীন করিম, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান খোরশেদ আলম, প্রেস ক্লাব সভাপতি ইমাম হাছান কচি, সাধারণ সম্পাদক ইয়াছিন রনি ও দাগনভূঞা থানার এস আই সুমন বড়ুয়া।
এনায়েতনগর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। সমবায় দিবসে ৫০ টি সমবায় প্রতিষ্ঠানকে ৫০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।