নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বঙ্গবন্ধুর র্দশন সমবায়ে উন্নয়ন” এই প্রতি পাদ্যকে সামনে রেখে নানা র্কমসূচীর মধ্য দিয়ে রংপুরে পালিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দবিস । শনবিার (৬ নভেম্বর) সকালে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে স্থানীয় সমবায়ীবৃন্দরে যৌথ উদ্যোগে র্বনাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠতি হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুইয়া । এরপর টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখনে মহানগর আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পুলিশ রংপুর রঞ্জেরে ডিআইজি দেবদাস ভট্রাচার্য . ও মেট্রাপলটিন পুলিশ কমশিনার আবদুল আলীম মাহমুদ । সভাপতত্বি করনে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, বিভাগীয় সমবায় র্কাযালয়ের যুগ্মনিন্ধক মোখলছেুর রহমান,আঞ্চলকি সমবায় ইনস্টটিউিট মুহাঃ শাহীনুর ইসলাম,সদর উপজলো সমবায় অফসিার মাসুদ রানা প্রমুখ। এছাড়াও সমবায় বভিাগরে সকল র্কমর্কতা ও সমবায় সমতিরি সদস্য বৃন্দ উপস্থতি ছলিনে।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন