January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 3:14 am

এবার একসঙ্গে বুবলী-অপু

অনলাইন ডেস্ক :

বুবলী আর অপু। নাম দু’টি নানা কারণেই ঢালিউডে বেশ উল্লেখযোগ্য। অভিনয়ের ধারা আলাদা হলেও জনপ্রিয়তার বিচারে দু’জনে অন্যতম। ফলে দুটো নাম একসঙ্গে দেখলে কিংবা একে অপরকে নিয়ে স্বপ্ন দেখার গল্প শুনলে; যে কেউ ভড়কে যাবেন! হুম, শিরোনামটা সত্যি। তবে ভড়কানোর কারণ নেই। কারণ, সবই চরিত্রের প্রয়োজনে। তারা এবার একসঙ্গে কাজ করছেন সাইফ চন্দনের ‘কয়লা’ ছবিতে। জানা গেছে, শুটিংয়ে নামার আগেই বুবলীকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলেন ভার্সেটাইল অভিনেতা রাশেদ মামুন অপু! কারণ, রোববার চুক্তিবদ্ধ হলেন এই অভিনেতা। ছবিটির চিত্রনাট্যেও অপুর চরিত্রটাই এমন- বুবলীকে নিয়ে খোয়াব দেখার! নির্মাতা জানান, ১২ নভেম্বর থেকে তিনি অপু-বুবলীকে নিয়ে মাঠে নামবেন ‘কয়লা’র শুটিংয়ে। রাশেদ মামুন অপু বলেন, ‘এই ছবির প্রধান খল চরিত্র হিসেবে যুক্ত হলাম। চরিত্রটির মধ্যে অনেকগুলো লেয়ার আছে। ত্রিভুজ প্রেমের একটা ব্যাপারও আছে। আমার ধারণা, কাজটি আনন্দ নিয়ে করতে পারবো।’ এদিকে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘নায়িকা হিসাবে বুবলীকে চুক্তিবদ্ধ করার পর এবার প্রধান খল চরিত্রে পেলাম অপুকে। দারুণ অভিনেতা। সেই প্রতিভাটাকে আমি এই সিনেমায় কাজে লাগাতে চাই। চরিত্রটির নাম স্বপন। মূলত জুয়াড়ি। সে আবার বুবলীকে নিয়ে খোয়াব দেখে! বিয়ে করতে চায়। আমার বিশ্বাস অপু এই চরিত্রে অভিনয় করে উড়িয়ে দেবেন।’ আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ নির্মাণ হচ্ছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে। ছবিতে নায়ক চরিত্রে কে থাকছেন, তা শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা।