জামালপুর সদর উপজেলার নারিকেলীতে সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে জামালপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিতরা হলেন জামালপুর সদর উপজেলার ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, জামালপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নারিকেলী বাজারের কাছে জামালপুরগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত দুজনকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?