অনলাইন ডেস্ক :
আগামী সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ এক ভার্চ্যুয়াল বৈঠকে বসতে যাচ্ছেন। এ বিষয়ে অবগত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। তবে বাইডেন-শির মধ্যকার বৈঠকটির সময় সূচি নিশ্চিত করে বলতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। ওয়াশিংটনের চীনা দূতাবাসও এ বিষয়টি নিশ্চিত করেনি। উভয় পক্ষ বলছে, বাইডেন ও শির মধ্যে একটি ভার্চ্যুয়াল বৈঠক আয়োজনের ব্যাপারে তারা একটি সমঝোতায় পৌঁছেছে। চলতি বছর শেষ হওয়ার আগেই বৈঠকটি আয়োজনে তারা সম্মত হয়েছে। গত মাসে সুইজারল্যান্ডে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও চীনের শীর্ষ কূটনীতিকের মধ্যে বৈঠকের পর এমন সিদ্ধান্ত হয়। গত মাসে একাধিক সূত্র রয়টার্সকে জানায়, চীনের করোনা-সংক্রান্ত বিধিনিষেধের পাশাপাশি বাইরে ভ্রমণের ব্যাপারে শির অনাগ্রহের পরিপ্রেক্ষিতে দুই দেশের নেতার মধ্যে সরাসরি বৈঠকের পরিবর্তে ভিডিও কনফারেন্স আয়োজনের ব্যাপারে উদ্যোগী হয় ওয়াশিংটন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়েরেকে গত সোমবার এই ভার্চ্যুয়াল বৈঠকের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো সময় বলতে অস্বীকৃতি জানান। কারিন বলেন, এ নিয়ে আলোচনা চলছে। করোনার উৎস, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, বাণিজ্যযুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা রয়েছে। এমন প্রেক্ষাপটে দুই দেশের শীর্ষ পর্যায়ে ভার্চ্যুয়াল বৈঠক হতে যাচ্ছে। তবে এই বৈঠকের সম্ভাব্য ফলাফল নিয়ে বাইডেন প্রশাসনের প্রত্যাশা কম।
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের