অনলাইন ডেস্ক :
ভারতীয় জেনারেল উপাধি গ্রহণ করতে দিল্লি সফরে রয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা। টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। গত মঙ্গলবার চার দিনের সফরে ভারতে পৌঁছান নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা। তাঁকে স্বাগত জানান ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। টাইমস অব ইন্ডিয়া বলছে, চীন-ভারত উত্তেজনার মধ্যে নেপালের অস্বস্তি কাটাতে জেনারেল প্রভু রাম শর্মার ভারত সফর অনেক গুরুত্বপূর্ণ। এতে করে নেপালের সঙ্গে ক্রমবর্ধমান ফাটল কমিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার সুযোগ পাবে ভারত। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে দেশটির সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শন্তোস বল্লভ বলেছেন, ‘সেনাপ্রধানের এই সফর কোনো প্রতীকী ঐতিহ্য নয় বরং চলমান সঙ্কট সমাধানের একটি শান্তিপূর্ণ রাস্তা তৈরির সুযোগ।’
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের