নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতুতে কার্পেটিং বা পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে ৪০ নম্বর পিলার থেকে ঢালাই শুরু হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, প্রায় ৩০০ মিটার পিচ ঢালাই করা হবে। নিয়মিতভাবে ঢালাই করলে সম্পন্ন হতে প্রায় চার মাস লাগবে। বর্তমানে আড়াই ইঞ্চি পুরু ঢালাই করা হচ্ছে। পরে এর ওপর আরও দেড় ইঞ্চি ঢালাই করা হবে। তিনি আরও জানান, পিচ ঢালাই কাজের পাশাপাশি সামনের মাসে সড়কবাতির কাজও শুরু হবে। এর আগে গত ১৩ জুলাই পিচ ঢালাইয়ের কাজ টেস্টিং করা হয়। তখন সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ হয়। গত মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মূল পদ্মা সেতুর কার্পেটিংয়ের কাজ শুরু হবে। আর পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে ২০২২ সালের জুন মাসের মধ্যে।
আরও পড়ুন
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
বিশেষ আদালতের এজলাস কক্ষ ভোর বেলায় আগুনে পুড়ে গেছে
সরকারের সংস্কার এজেন্ডা সমর্থন করছে ইআইবি