অনলাইন ডেস্ক :
এর আগে কখনোই যাওয়া হয়নি। একাধিকবার সিনেমার শুটিং করতে আমেরিকার ভিসার আবেদন করেছিলেন। তাতে ইতিবাচক সাড়া মেলেনি। এবার একটি এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন মুলুকে যাওয়ার গ্রিন সিগন্যাল পেলেন নায়ক শাকিব খান। আগামী ১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক এওয়ার্ড-২০২১’। সেখানে অংশ নিতে যাচ্ছেন শাকিব। তার সঙ্গে থাকবেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুনালসহ আরও অনেকে। চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড এওয়ার্ড’ অনুষ্ঠানে। জানা গেছে, প্রথমবার আমেরিকায় যাওয়ার ভিসা পেয়ে বিষয়টি উপভোগ করছেন শাকিব। তাকে পেয়ে আমেরিকাপ্রবাসী বাংলাদেশিরাও আনন্দে ভাসবেন বলে ধারণা এওয়ার্ড অনুষ্ঠান আয়োজকদের। আমেরিকা সফরের উদ্দেশ্যে ভোরে দেশ ছাড়বেন শাকিব খান। তিনি ফিরবেন ৫ ডিসেম্বর।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন