January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 2nd, 2021, 11:52 am

৪ জুন থেকে মালয়েশিয়াসহ আরও ৭ দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ: বেবিচক

অনলাইন ডেস্ক :

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সঙ্গে আরও সাতটি দেশের ফ্লাইট চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। ৪ জুন শুক্রবার প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মঙ্গলবার মধ্যরাতে এক প্রজ্ঞাপনে জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক জানায় আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা চারটি দেশসহ এখন মোট ১১টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞায় যুক্ত হওয়া নতুন দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ের নাম। আগে থেকে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল।

তবে করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা ও তিউনিশিয়ায় থাকা ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।