জেলা প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে অনশন করছেন তাসলিমা আক্তার মনি (২২) নামে এক নারী। মঙ্গলবার (১ জুন) সকাল ৯টা থেকে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে কাটাচ্ছেন তিনি।
স্থানীয়রা জানায়, ২০১৪ সালের ২ জানুয়ারি উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের জালিয়াহাটি গ্রামের রাজ্জাক ছৈয়ালের ছেলে ইতালি প্রবাসী শাহ আলম ছৈয়ালের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু চার মাস পর ইতালিতে কাগজপত্র ঠিক করতে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন শাহ আলম। মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক দেন তরুণীর বাবা। এরপর আরো দুই লাখ টাকা দাবি করেন। এতে অস্বীকৃতি জানালেই নেমে আসে অমানুষিক অত্যাচার। অতিষ্ঠ হয়ে মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান ভুক্তভোগী তরুণী।
স্বামীর বাড়িতে অনশনে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে কয়েকবার বেদম মারধর করেছেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অসুস্থ অবস্থায় মনির বাবা রাজ্জাক শেখ ও স্থানীয় লোকজন তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
শুধু তাই নয়, ভুক্তভোগী তরুণী কালো বলে ডিভোর্স দেবেন বলেও হুমকি দিয়ে আসছেন স্বামী শাহ আলম। তাই কোনো উপায় না পেয়ে মঙ্গলবার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বারান্দায় ও একটি রুমে অনশনে বসেন তিনি।
আরও পড়ুন
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন
তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা