December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 13th, 2021, 5:33 pm

গাইবান্ধায় ইউপি সদস্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ,সড়ক অবরোধ

গাইবান্ধার সদর উপজেলায় সদ্য বিজয়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রউফ মাস্টারকে হত্যার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে শনিবার সকালে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুর রউফকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ভাঙা ব্রিজ নামক এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রউফের ওপর হামলা হতে পারে। এছাড়া হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকারী আরিফ মিয়াকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

—ইউএনবি