জেলা প্রতিনিধি, সিলেট :
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ব্রাজিল এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের আবুল হাসনাত ব্রাজিল মারা যাওয়ার পর রোববার সন্ধ্যা ৬ টায় মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
বিমানবন্দরে প্রয়োজনীয় কাজ শেষে সোমবার সকালে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এর পর সকাল সাড়ে ১০ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
পিতা মাতা, এক ভাই, স্ত্রী, একমাত্র ছেলে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু ও শুভার্থী রেখে গেছেন। তরুণ এই সমাজকর্মী ও সংগঠকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ৩ নভেম্বর ব্রাজিলে হার্টঅ্যাটাকে মারা যান আবুল হাসনাত। স্থানীয় প্রবাসীগণ, জালালাবাদ অ্যাসোসিয়েশন ব্রাজিল শাখার নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় মরদেহ দেশে পৌঁছায়।
ব্রাজিল থেকে লাশ হয়ে ফিরলেন সিলেটের হাসনাত

আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন