জেলা প্রতিনিধি, সিলেট :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)শিক্ষার্থী চঞ্চল চক্রবর্তী আত্মহত্যা করে মৃত্যু বরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলার সলগোপা থানার মাধবপুর গ্রামের বাসিন্দা শিবপ্রদীপ কুমার চক্রবর্তীর ছেলে চঞ্চল চক্রবর্তী। তিনি রোববার (১৪ নভেম্বর) রাতে ঘুমের ঔষধ খেয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৩০২৯ রুমে থাকতেন।
সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত।
তিনি বলেন, আমরা সকালে জানতে পেরেছি চঞ্চল গতকাল রাতে তার গ্রামের বাড়িতে আত্মহত্যা করেছে। তিনি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। যতটুকু জেনেছি নির্দিষ্ট সময়ের মধ্যে পাস করতে না পারায় তার মধ্যে হতাশা কাজ করেছিল। কারণ তার বন্ধু বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছে। তাই হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে।
এই ঘটনায় রসায়ন পরিবার দুঃখ প্রকাশ, মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক
রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানালে ১৫৪২টি ধর্ষণের মামলা বিচারাধীন
পাবনা ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, শর্টগান,বিপুল পরিমাণ ইয়াবা ও গুলিসহ চার জন গ্রেফতার