জেলা প্রতিনিধি:
যমজ ভাই আবদুল্লাহ ও আবদুর রহমান তিন বছর আগে পৃথিবীতে এক সঙ্গেই ভূমিষ্ঠ হয়েছিল। আবার চলে গেলো একই সঙ্গে। কিন্তু তাদের এভাবে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে যমজ এ দুই শিশুর মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত আবদুল্লাহ ও আবদুর রহমান উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের আলোনিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। জসিম উদ্দিন জানান, সকালে তার যমজ দুই ছেলে বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাদের আর উঠোনে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কিছু সময় পর তাদের বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। পুকুর থেকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ চৌধুরী বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন বলেন, পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যুর বিষয়ে পরিবার কিংবা কারও কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী