প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সপ্তাহের যুক্তরাজ্য-ফ্রান্স সফরের ফলাফল নিয়ে বুধবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ অক্টোবর এ বিদেশ সফরে যান এবং ১৪ নভেম্বর দেশে ফেরেন।
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৬তম জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৬) এবং লন্ডনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এ যোগ দেন। ফ্রান্স সফরকালে তিনি সৃজনশীল অর্থনীতির জন্য প্রথম ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদানের পাশাপাশি প্যারিসে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস শান্তি ফোরামে যোগ দেন।
শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন।
এছাড়া তিনি যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন, কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, বিল গেটস এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসায়িক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রী স্কটল্যান্ড, লন্ডন ও প্যারিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেয়া তিনটি নাগরিক সংবর্ধনায়ও অংশগ্রহণ করেন।
–ইউএনবি
আরও পড়ুন
ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা
বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক
নতুন তালিকায় ১১৫ প্রতীক, নেই এনসিপির‘শাপলা’