অনলাইন ডেস্ক :
ভারতের মুম্বাই শহরের কানজুরমার্গে স্যামসাংয়ের একটি সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় এ আগুনের সূত্রপাত হয়। তবে এতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর জন্য দমকলের আটটি ইঞ্জিন ও চারটি পানির ট্যাঙ্কার দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ছবি ও ভিডিওতে দেখা গেছে, আগুন বিশাল আকারে ছড়িয়ে পড়েছে। আকাশে এর ধোঁয়া দেখা যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রশান্ত কদম নামে এক স্থানীয় কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, গত সোমবার রাত ৯টার দিকে আমরা পূর্ব কানজুরমার্গে স্যামসাং সার্ভিস সেন্টারে আগুন লেগেছে বলে খবর পাই। শর্টসার্কিটের কারণে এ অগ্নিকা- ঘটে থাকতে পারে। পরে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান প্রশান্ত কদম।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩