অনলাইন ডেস্ক :
গাঁজা সেবনে বৈধতা দেওয়ার মাধ্যমে জার্মানি বছরে ৫৩৪ কোটি মার্কিন ডলার (৪৭০ কোটি ইউরো) আয় করতে পারবে। একইসঙ্গে এই খাতে ২৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। গত মঙ্গলবার প্রকাশিত একটি জরিপে এ তথ্য জানানো হয়েছে। চ্যান্সেলরের দায়িত্ব নিতে যাওয়া ওলাফ স্কোলজ ও তার মধ্যবাম সোশ্যাল ডেমোক্র্যাটস ত্রিমুখী জোট গঠনের জন্য পরিবেশবাদী ও ব্যয়সংকোচনকারী দল গ্রিনস এবং স্বাধীনতাবাদী ও ব্যবসাবান্ধব ফ্রি ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা করছেন। তিন দলের আলোচকরা এখনও তাদের জোটের চুক্তি নিয়ে কাজ করছেন। এই চুক্তির শর্তের মধ্যে বিনোদনের জন্য গাঁজা বিক্রি এবং ব্যবহারের অনুমতির বিষয়টি রয়েছে। ডুসেলডর্ফের হেনরিখ হাইন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর কম্পিটিশন ইকোনমিক্স (ডিআইসিই) এবং জার্মান হেম্প অ্যাসোসিয়েশন পরিচালিত জরিপে দেখা গেছে, গাঁজাকে বৈধতা দিলে প্রতি বছর প্রায় ৩৪০ কোটি ইউরো অতিরিক্ত রাজস্ব আদায় হতে পারে। একই সময়ে, গাঁজা অর্থনীতিতে কয়েক হাজার কর্মসংস্থা তৈরি করতে এবং প্রতি বছর পুলিশ এবং বিচার ব্যবস্থায় ১৩০ কোটি ইউরোর ব্যয় কমিয়ে আনতে পারে। গবেষণা সংস্থা প্রোহিবিশন পার্টনার্সের ইউরোপীয় গাঁজা প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে গাঁজা বৈধ করলে ইউরোপীয় বাজার ফুলেফেঁপে উঠবে। একইসঙ্গে ২০২৫ সাল নাগাদ ৩০০ কোটি ইউরো রাজস্ব বাড়াবে।
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি