January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 7:34 pm

মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের বিপক্ষে হারেনি আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনা ও লিওনেল মেসির শিরোপা খরা কেটেছে এবারের কোপা আমেরিকা জিতে। গত জুলাইয়ে ক্যারিয়ারের প্রথম জাতীয় দলের ট্রফি প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিলকে হারিয়ে। সেই সেলেসাওদের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে অবশ্য সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। গোলশূন্য ড্রতে শেষ হয়েছে সুপার ক্লাসিকো। সন্তোষজনক পারফরম্যান্স না হলেও মেসির কাছে গুরুত্বপূর্ণ হলো, ব্রাজিলের কাছে তাদের হারতে হয়নি। গতকাল বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সান হুয়ানের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। চোট শঙ্কা কাটিয়ে এই মহারণে পুরো সময় মাঠে ছিলেন মেসি। নিজের বর্তমান অবস্থা জানানোর সঙ্গে ম্যাচ নিয়েও কথা বলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ঘরের মাঠে ছন্দহীন ফুটবল খেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের ফুটবলে ছিল না সুর। বিবর্ণ পারফরম্যান্সে তেমন একটা সুযোগই তৈরি করতে পারেনি দুই দল। তবে মেসির কাছে ১ পয়েন্টই সন্তুষ্টির। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আমরা সবসময়ই জানতাম পারবো, তাই চেষ্টা করে গেছি, কিন্তু সফল হয়নি। তারাও (ব্রাজিল) চেষ্টা চালিয়ে গেছে কাউন্টার অ্যাটাক করে। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা হারিনি।’ হাঁটুর সমস্যায় পিএসজির সবশেষ দুই ম্যাচে খেলেননি মেসি। বিশ্বকাপ বাছাইয়ে এসে উরুগুয়ের বিপক্ষে নেমেছিলেন বদলি হয়ে। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। বর্তমান অবস্থা সম্পর্কে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি বুঝেশুনে দৌড়ে গতি বাড়িয়েছি। এখানে খেলে বেশ ভালোই ছন্দ খুঁজে পেয়েছি। যদিও এই ধরনের ম্যাচ মোটেও সহজ নয়। আমি ভালো আছি, না হলে তো খেলতাম না।’ ব্রাজিলের সঙ্গে ড্র করে টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা। পয়েন্ট হারালেও লাতিন আমেরিকা অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে মেসিরা। ইকুয়েডরের কাছে চিলি হেরে যাওয়ায় ব্রাজিলের সঙ্গী হয়েছে তারা।