January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 18th, 2021, 8:04 pm

ফাইনালের দুঃখ এখনও তাড়িয়ে বেড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

শ্রীলঙ্কার চার জাঁতি ফুটবল প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। রিক্তহস্তে দেশে ফিরে সবাই বিষণœ। লাল-সবুজ দলের কোচ মারিও লেমসের আক্ষেপ যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে বিদায় নেওয়ার দুঃখ ভুলতে পারছেন না তিনি। অন্তর্বর্তী কোচ হিসেবে লেমস সফল হতে পারেননি। সেই আক্ষেপ আছে তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় ৩৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটা হতাশার। আপনারা জানেন, আমরা ফাইনাল খেলার খুব কাছাকাছি ছিলাম। আমাদের মূল লক্ষ্যও ছিল ফাইনাল খেলার। কিন্তু আমরা যেভাবে হেরেছি, সেটা ভীষণ হতাশার। আমি মনে করি, আমরা আরেকটু ভালো করতে পারতাম।’ এবার না হলেও ভবিষ্যতে সাফল্য আসবে বলে আশা পর্তুগিজ কোচের, ‘যা হওয়ার সেটা হয়েছে। এখন আমাদের এগিয়ে যেতে হবে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি, ছেলেরাও তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু হয়নি। আশা করি, পরের টুর্নামেন্টে ভালো হবে।’ টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু প্রত্যাশা করেছিলেন, দল ফাইনালে খেলবে। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে আবারও বিদায় নিতে হয় বাংলাদেশকে। কলম্বোর প্রতিযোগিতা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে সাবেক এই তারকা বলেছেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ফাইনাল খেলার, চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু চাওয়া পূরণ হয়নি। না হওয়ার কারণ যদি বিশ্লেষণ করি, তাহলে সিশেলসের বিপক্ষে শেষ ৩ মিনিট ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ২ মিনিটে আমাদের ম্যাচ হাতছাড়া হয়েছে।’ এই ফল যে কোনোভাবে কাম্য নয়, সেটাও বললেন রুপু, ‘এটা আসলে মনোযোগের অভাব। সেই সঙ্গে গোল মিসের মহড়া ও অপ্রত্যাশিতভাবে গোল খাওয়া… এসব কারণে এই ফল মেনে নিতে হচ্ছে। এটা আসলে প্রত্যাশিত নয়।’